আবেদ রাজাকে বিএনপির মনোনয়ন দাবিতে সমর্থকদের অনশন
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫, ০৬:৪৫
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে ২৭ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় ডাকবাংলো মাঠে অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।
অনশন কর্মসূচিতে অংশ নেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলার সুফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আবেদ রাজা। আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন। আমরা দলীয় মনোনয়ন প্রত্যাহার করে আবেদ রাজাকে পুনর্বিবেচনা করার দাবি জানাই।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
